বালাকোটে জইশের সবচেয়ে বড় শিবির গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2019 09:47 PM (IST)
1
এই প্রত্যাঘাতে সারা ভারতেই চোখে পড়েছে উৎসবের ছবি। বালাকোট ছাড়াও মুজফ্ফরবাদ ও চাকোটিতেও আক্রমণ চালায়ভারতীয় বায়ুসেনা। (ছবি- এবিপি নিউজ, পাটনা)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
3
বালাকোটে জইশের ঘাঁটির সিঁড়িতে আঁকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের পতাকা। এই ঘাঁটিই ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা।। (ছবি- এএনআই)
4
১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। সূত্র থেকে জানা গিয়েছে, বালাকোটে সেই জইশের সবচেয়ে বড় শিবিরে কমপক্ষে ৩২৫ জঙ্গি ও ২৫-২৭ জন প্রশিক্ষক ছিল। মঙ্গলবার ভোররাতে বালাকোট শিবিরে ভারতীয় বায়ুসেনার নিখুঁত আক্রমণে প্রায় সাড়ে তিনশ জঙ্গি নিকেশ হয়েছে। (ছবি- এএনআই)
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -