ছবিতে দেখুন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনের রেড কার্পেটে বলি সেলেবরা
লাল পোশাকে উজ্জ্বল জাহ্নবী কপূর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাল ভারী গাউনে ক্যাটরিনা
সোনালী গাউনে অপূর্ব দেখাচ্ছিল সন্তানসম্ভবা কাল্কি কে
কমেডিয়ান লিলি সিংহের সঙ্গে তাপসী পান্নু।
লাল কোট ও রুপোলি চোলিতে অনন্য তাপসী পান্নু।
বন্ধু গায়ত্রী জোশি ওবেরয়ের সঙ্গে সোনালী।
রুপোলি পোশাকে ঝলমলে সোনালী বেন্দ্রে।
কালো গাউনে সফি
সাদা স্লিট পোশাকে তাক লাগালেন সানি লিওনি।
অনন্যা পান্ডে কে দেখা গেল কর্ণ জোহরের সঙ্গে পোজ দিতে।
বরাবরের মতো একেবারে অন্যরকম স্টাইলে, লাল পোশাকে তাক লাগালেন রণবীর সিংহ।
কালো রাফেল্ড গাউনে ঝলমলে নায়িকা রাধিকা আপ্তে।
জাম্পস্যুট পরে একেবারে কর্পোরেট লুকে নজর কাড়েন অনুষ্কা শর্মা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভোগ ম্যাগাজিন আয়োজিত অনু্ষ্ঠানের রেড কার্পেট মাতালেন বলি সেলেবরা। পোশাকে, ঔজ্জ্বল্যে একে অপরকে টেক্কা দিচ্ছিলেন নায়ক থেকে নায়িকারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -