মা হতে চলেছেন কাল্কি, দেখুন তাঁর সাম্প্রতিক কিছু ছবি
শেষ তাঁকে দেখা গিয়েছিল গাল্লি বয় ছবিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবি একটি পত্রিকার জন্য
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হামেশাই নিজের গর্ভাবস্খার ছবি আপলোড করেন কাল্কি।
কাল্কির প্রেমিক গাট হার্সবার্গ ও কাল্কি অধীর হয়ে অপেক্ষা করছেন তাঁদের প্রথম সন্তানের
দেখুন কাল্কির আরও ছবি।
অপূর্ব দেখাচ্ছে গর্ভবতী কাল্কি কে।
এটি কাল্কির সামপ্রতিক ফটোশ্যুট।
বিভিন্ন সংস্থার, পত্রিকার কভারে বেবিবাম্প নিয়েই ঝলমল করে ওঠেন কাল্কি।
মা হতে চলেছেন এহেন কাল্কি। নিজের মাতৃত্ব নিয়ে কখনওই রাখঢাক করেন নি কাল্কি। বরং বারবার তাঁকে দেখা গেছে বিভিন্ন ফটোশ্যুট-এ
অনুরাগ কশ্যপের 'দেব ডি' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কাল্কি কোয়েচলিন। তারপর থেকে নিজের ছবি নির্বাচন থেকে অভিনয়, ব্যক্তিত্ব সবকিছু দিয়েই বলিউডে নিজের জায়গা তৈরী করে নিয়েছেন কাল্কি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -