নিক-প্রিয়ঙ্কার রিসেপশন পার্টিতে চাঁদের হাট, কেমন সাজলেন বলিউড তারকারা, ছবিতে দেখুন
বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলের সঙ্গে একই ফ্রেমে পোজ দিলেন কাজল। এই দিনটির জন্য কাজল বেছে নিয়েছিলেন মনীষ মলহোত্রর পোশাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেরুন পোশাকে মন কেড়েছিলেন রবিনা টন্ডন।
সবুজ গোলাপী পোশাকে এসেছিলেন দ্য স্কাই ইজ পিঙ্ক খ্যাত জাইরা ওয়াসিম।
লেহেঙ্গায় ডায়না পেন্টির স্টাইল স্টেটমেন্ট ছিল আলাদা রকম।
প্রিয়ঙ্কা চোপড়ার বিশেষ বন্ধু কিয়ারা আডবাণি আসেন কর্ণ জোহরের সঙ্গে।
তারা সুতারিয়াও এসেছিলেন এই রিসেপশান পার্টিতে। স্টুডেন্ট অফ্ দ্য ইয়ার টু তে ডেবিউ করছেন এই তারকা।
“টয়লেট এক প্রেম কথা”-র নায়িকা ভূমি পাডনেকর এসেছিলেন তাঁর বোন সমিক্ষার সঙ্গে।
“ধড়ক” তারকা জাহ্নবীর উপস্থিতি তাঁর পোশাকের মতোই ঝলমলে ছিল।
নতুন ছবি সিম্বা-র প্রচারে ব্যস্ত সারা আলি খানও এসেছিলেন নিক-প্রিয়ঙ্কা-র রিসেপশন পার্টিতে। সাদা গাউনে বেশ মানিয়েছিল বলিউডের নতুন এই তারকাকে।
মা এবং বোনের সাথে রিসেপশন পার্টিতে আসেন বলিউডের “কুইন” কঙ্গনা রানওয়াত। “ফ্যাশানে” প্রিয়ঙ্কার এই সহ অভিনেত্রী তার ভালো বন্ধুও।
“দিল ধড়কনে দো” ছবিতে প্রিয়ঙ্কার সহ তারকা অনুষ্কাকে দেখা গেল ক্যামেরার সামনে পোজ দিতে।
সোনালী শাড়ীতে অপূর্ব দেখাচ্ছিল ক্যটরিনা কইফকে। আবু জানি সন্দীপ খোসলার পোশাক বেছেছিলেন তিনি।
সব্যসাচীর তৈরী পোশাকে দীপিকা পাডুকোন আসেন রণবীর সিংহের সঙ্গে। কালো-সোনালী পোশাকে সবার নজর কাড়ল এই নব বিবাহিত জুটি।
ডিসেম্বরের ১ এবং ২ তারিখে যোধপুরের উমেদ ভবনে বিয়ে করেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। গতকাল অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ ছিল বলিউডের তারকাদের জন্য তাদের তৃতীয় রিসেপশন পার্টি। আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন প্রিয়ঙ্কা।
সাদা পোশাকে সানিয়া মির্জাকেও দেখা গেল এইদিন।
রাজকুমার রাও এসেছিলেন তাঁর বান্ধবীর সঙ্গে।
লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল অদিতি রাও হায়দারিকে।
সপরিবারে এসেছিলেন গোবিন্দ।
হাজির ছিলেন পরিনীতি চোপড়াও।
অভিনেত্রী দিয়া মির্জাও এসেছিলেন তাঁর স্বামীর সাথে।
অভিনেত্রী আয়েশা টাকিয়া এসেছিলেন তাঁর স্বামীর সাথে।
সাদা লেহেঙ্গায় এসেছিলেন স্বারা ভাস্কর।
শাহিদ কাপুর এবং মীরা রাজপুতও উপস্থিত ছিলেন এইদিন।
অনুষ্কা শর্মাও বেছেছিলেন সব্যসাচীর তৈরী পোশাক। হালকা সবুজ শাড়িতে মোহময়ী লাগছিল তাকেও।
কার্তিক খট্টর এলেন তাঁর মা নিলীমা আজমের সঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -