Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ছবিতে দেখুন! কীভাবে পুলওয়ামা এনকাউন্টারে ইতি টানল ভারতীয় সেনা
পুলওয়ামা সংঘর্ষে প্রাণ দেওয়া মেজর বিভূতি শঙ্কর সহ ৫ সেনা কর্মী ও পুলিশ কর্মীকে আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হচ্ছে। (সব ছবি: গেটি ইমেজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলওয়ামা এনকাউন্টারে কাশ্মীরে ঘাঁটি গাড়া এই জৈশ জঙ্গিদের নিশ্চিহ্ন করেছে সেনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাদের অভিনন্দন জানিয়েছেন।
এই গাজিই আদিলকে গাড়ি বোমা বিস্ফোরণের পুরো ট্রেনিং দেয়। আদিল ছিল সেনাদের চোখে সি গ্রেডের জঙ্গি। তাকে এমন ভয়ানক ট্রেনিং দেয় গাজি, যাতে সে এ গ্রেড জঙ্গিদের থেকেও বেশ কয়েক কদম এগিয়ে যায়, ঘটায় উরির থেকেও বড় সন্ত্রাসবাদী হামলা।
কাশ্মীরে ঢোকার পর থেকে পুলওয়ামাতেই ছিল সে। যোগাযোগ ছিল কনভয়ে হামলা চালানো আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারের সঙ্গে।
গোয়েন্দা সূত্রে খবর, ফেব্রুয়ারি ডিসেম্বর কামরান গাজি তার ২ সঙ্গীকে নিয়ে কাশ্মীরে ঢোকে। এর আগে সে আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো সেনার বিরুদ্ধে লড়েছে।
যেখানে সংঘর্ষ হয়েছে, তা ১৪ তারিখের হামলার জায়গা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। জৈশ ই মহম্মদের ওই হামলায় ৪০ জন সিআরপি জওয়ান প্রাণ হারান।
পুলওয়ামা এনকাউন্টারে নিহত হয়েছেন এক মেজর সহ চার সেনা কর্মী। প্রাণ হারিয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলও। আহত অন্তত ন’জন নিরাপত্তারক্ষী।
খতম জঙ্গিরা হল পাকিস্তান থেকে আসা কামরান গাজি, অন্যজন স্থানীয় কাশ্মীরী, নাম হিলাল আহমেদ। তৃতীয় জন আবদুল রশিদ গাজি।
এই জঙ্গিদের মধ্যে রয়েছে ১৪ তারিখ সিআরপিএফ কনভয়ে হামলার মাস্টারমাইন্ড জঙ্গিও। সে ছিল অন্য জঙ্গিদের পাকিস্তানি কম্যান্ডার।
পুলওয়ামার পিঙ্গলানা গ্রামে ১৮ ঘণ্টা সংঘর্ষের পর ৩ সন্ত্রাসবাদীকে খতম করল ভারতীয় সেনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -