হাজার হাজার ভক্তের ‘মা’ রাধে মা ভুগছেন অবসাদে?
উল্লেখ্য, তাঁর ভক্তদের মধ্যেও এই কাহিনী প্রচারিত রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু রাধে মা প্রথমবাব এবিপি নিউজের সাংবাদিকের কাছে দেওয়া সাক্ষাত্কারে নিজের জীবনের কাহিনীর কথা জানিয়েছেন। পঞ্জাবের একটি গ্রামের সিধেসাধা সুখবিন্দর কউর কীভাবে রাধে মা হয়ে উঠলেন, তা নিজের মুখেই জানিয়েছেন তিনি।
রাধে মা জানিয়েছেন, যতদিন তিনি সুখবিন্দর কউর ছিলেন, ততদিন তিনি দুঃখ ও দারিদ্রের মধ্যে দিন কাটিয়েছেন। মায়ের মৃত্যু ও স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি কালী মায়ের ভক্ত হয়ে ওঠেন। তাঁর দাবি, মন্দিরে একলা বসে তিনি মাতা রানির সঙ্গে কথা বলতেন।
সাক্ষাত্কারে রাধে মা তাঁর অতীত জীবন সম্পর্কে জানিয়েছেন। তিনি নিজের শৈশব, পিতা-মাতা, বিয়ে এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদ- এ সব ঘটনা জানিয়েছেন।
যে রাধে মাকে তাঁর ভক্তরা দেবী হিসেবে পুজো করেন, সেই রাধে মা-ই অবসাদের শিকার। জানা গেছে, রাতে ঘুমের ওষুধ না খেলে তাঁর ঘুম আসে না।
সাক্ষাত্কারে রাধে মা জানিয়েছেন, বর্তমানে তিনি গুরুতর মানসিক অসুখে ভুগছেন।
মুম্বইয়ের এক প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিজের অসুখের চিকিত্সা করাচ্ছেন রাধে মা। আশ্চর্যের ব্যাপার, রাধে মার কাছে অর্থ, সম্পদ, নামযশ সবই রয়েছে। কিন্তু জীবনে শান্তি নেই।
ক্যামেরার সামনে তাঁকে ভিন্ন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে। কখনও গান গাইছেন, আবার কখনও গান গাইতে গাইতে কেঁদে ফেলছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -