ছবিতে দেখুন: শো চলাকালীন মৃত্যু রেডিও মিরচির আরজে-র

শো চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রেডিও মিরচি নাগপুরের রেডিও জকি শুভম কেচের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
লাইভ শো চলাকালীন হঠাতই বুকে ব্যথা অনুভব করেন বছর ২৩-এর শুভম। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সকাল ৭-১১ টা পর্যন্ত ‘হাই নাগপুর’ নামে একটি শো উপস্থাপনা করতেন তিনি। সাড়ে ৯ টা নাগাদ তিনি জানান অসহ্য বুকে ব্যথার কথা। এরপরই অফিসের এক কর্মী তাঁকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, পোস্ট মর্টেমের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগেই মৃত্যু হয়েছে শুভমের।
হাসপাতালের ডিরেক্টর ড. সঞ্জয় কৃপালনি জানিয়েছেন, হাসপাতালে পৌঁছনোর ১০-১৫ মিনিট আগেই তাঁর মৃত্যু হয়।
শুভমের পরিবারে রয়েছেন তাঁর মা ও বোন। বছর তিনেক আগে মৃত্যু হয়েছে তাঁর বাবার। শুভমই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -