সিন্ধু, সাক্ষী, দীপাকে বিনামূল্যে বিলাসবহুল ট্রেনে চড়ার প্রস্তাব। দেখুন সেই ট্রেনের ছবি
এটি পানশালা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটি ময়ূরমহল। এখানে প্রাতঃরাশ করেন যাত্রীরা
ময়ূরমহলের একটি দৃশ্য
এটি রংমহল। এখানেই মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করেন যাত্রীরা
এই বিলাসবহুল ট্রেনে চড়ে যাচ্ছেন এক যাত্রী
সিন্ধুর মা-বাবা রেলে চাকরি করেন
অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হলেও, ত্রিপুরার বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকারকেও এই সুযোগ দিতে চাইছে আইআরসিটিসি
আইআরসিটিসি-র পক্ষ থেকে ট্যুইটে দীপা, সিন্ধু ও সাক্ষীকে মহারাজা’স এক্সপ্রেসে চড়ার প্রস্তাব দেওয়া হয়েছে
রিও অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু ও সাক্ষী মালিককে বিলাসবহুল মহারাজা’স এক্সপ্রেসে চড়ার প্রস্তাব দিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)
এর আগে অলিম্পিকে পদক জয়ের জন্য সাক্ষীকে ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল
বিলাসবহুল শৌচাগার
এই কামরার নাম জুনিয়র স্যুইট
ট্রেনে বসেই আরাম করে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে
প্রেসিডেন্সিয়াল স্যুইটের আরও একটি দৃশ্য
এই কামরার নাম রাজা ক্লাব
এটি হল ট্রেনটির প্রেসিডেন্সিয়াল স্যুইট
মহারাজা’স এক্সপ্রেস ভারতের অন্যতম বিলাসবহুল ট্রেন
আইআরসিটিসি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ কে মানোচা বলেছেন, আমরা সিন্ধু ও সাক্ষীকে সম্মান জানাতে পেরে গর্বিত। একইভাবে প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ফাইনালে ওঠা দীপাকে সম্মান জানাতে পেরেও আমরা গর্বিত
- - - - - - - - - Advertisement - - - - - - - - -