✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ছবিতে দেখুন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় লিড ভারতের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  03 Aug 2016 10:11 AM (IST)
1

রাহানে টেস্টে সাতটি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে পাঁচটিই বিদেশের মাটিতে।

2

এই নিয়ে দ্বিতীয়বার পরপর দুটি টেস্টে প্রথম ইনিংসে ৩০০ রানের বেশি লিড নিল ভারত। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানপুরে ৪১৩ এবং মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৩৩৩ রানে এগিয়েছিল ভারত।

3

এই প্রথম কিংস্টনে ৫০০ রান করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে মোট পাঁচবার ৫০০ বা তার বেশি রান করেছে ভারত।

4

এর আগে ১৯৭৬ সালের মার্চে ব্রিজটাউনে ভারতের বিরুদ্ধে ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ডেভিড হলফোর্ড। তারপর এই প্রথম কোনও ক্যারিবিয়ান স্পিনার ঘরের মাঠে টেস্টে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন।

5

বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রান করলেন সাবাইনা পার্কে। প্রথম টেস্টে তিনি ৪০ রান করেছিলেন। এই টেস্টে করলেন ৪৭।

6

এই নিয়ে তিনবার দেশের বাইরে টানা দুটি ইনিংসে ৫০০ রান করল ভারত।

7

ভারতের পাঁচ জন ব্যাটসম্যান পাঁচ নম্বরে নেমে উপমহাদেশের বাইরে শতরান করেছেন। রাহানের আগে এই কৃতিত্ব ছিল উমরিগড়, মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

8

কিংস্টনে টেস্টে কোনও বিদেশি দলের সর্বোচ্চ রান ইংল্যান্ডের। ১৯৩০ সালের এপ্রিলে ৮৪৯ রান করেছিল ইংল্যান্ড।

9

অজিঙ্ক রাহানের ১০৮ রান কিংস্টনে ভারতের পাঁচ নম্বর ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৫৩ সালের মার্চে পলি উমরিগড় ১১৭ রান করেছিলেন। সেটাই কিংস্টনে ভারতের পাঁচ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর।

10

এই নিয়ে দ্বিতীয়বার একই টেস্ট সিরিজে দু বার ৫০০ বা তার বেশি রান করল ভারত।

11

রাহানে ও ঋদ্ধিমানের জুটিতে ৯৮ রান কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে দিলীপ সারদেশাই ও একনাথ সোলকার ১৩৭ রান করেছিলেন।

12

২০১৩ সালের ডিসেম্বর থেকে টানা আটটি টেস্ট সিরিজে ৯০-এর বেশি রান করেছেন রাহানে। এই কৃতিত্ব ভারতের অন্য কোনও ব্যাটসম্যানের নেই।

13

এই নিয়ে আটবার বিদেশের মাটিতে একই টেস্ট সিরিজে দু বার ৫০০ বা তার বেশি রান করল ভারত।

14

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেজ এই প্রথম টেস্টে পাঁচ উইকেট নিলেন।

15

বিদেশের মাটিতে টেস্টে রাহানের গড় ৪৯.১৬। বিদেশে ১৯ টেস্টে তাঁর মোট রান ১,৪৭৫।

16

জামাইকা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩০৪ রানে এগিয়েছিল ভারতীয় দল। ক্যারিবিয়ানদের মাটিতে তাদের বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় লিড। এই প্রথম পরে ব্যাটিং করে এত বড় লিড নিল ভারত। ২০১৩ সালের নভেম্বরে ক্যারিবিয়ানদের ভারত সফরের সময় ওয়াংখেড়ে টেস্টে ৩১৩ এবং ইডেন টেস্টে ২১৯ রানের লিড নিয়েছিল ভারত। দু বারই প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিং করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

17

এই নিয়ে তৃতীয়বার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হওয়া টেস্টে একই ইনিংসে দু দলের স্পিনাররাই পাঁচ উইকেট নিলেন।

  • হোম
  • Photos
  • খবর
  • ছবিতে দেখুন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় লিড ভারতের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.