আজ রোহিত শর্মার জন্মদিন, দেখুন ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’-এর জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা
প্রথম ক্রিকেটার হিসেবে একটি বিশ্বকাপে পাঁচটি শতরানের রেকর্ড গড়েন রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও দুর্দান্ত সাফল্য পেয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
প্রথম ভারতীয় হিসেবে দেশের মাটিতে টি-২০ ম্যাচে শতরানের রেকর্ড গড়েন রোহিত। ২০০৬-০৭ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি এই রেকর্ড গড়েন।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টি-২০ ম্যাচ খেলেছেন রোহিত।
সুরেশ রায়নার পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে শতরানের নজির রয়েছে রোহিতের।
আইপিএল-এ হ্যাটট্রিকও রয়েছে রোহিতের। ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
টানা ১১ মরসুম আইপিএল-এর সব ম্যাচে খেলার নজিরও রয়েছে রোহিতের।
টেস্টেও ওপেনার হিসেবে খেলা শুরু করার পর থেকেই একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন তিনি।
প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার নজির গড়েন রোহিত। তিনি দু’টি আলাদা দলের হয়ে আইপিএল জিতেছেন।
ইংরাজি, হিন্দি, মরাঠি ও তেলুগু, চারটি ভাষাতেই ভালভাবে কথা বলতে পারেন রোহিত।
শুরুতে অফ-স্পিনার ছিলেন রোহিত। পরে তাঁর ব্যাটিং দক্ষতা দেখে পুরোপুরি ব্যাটসম্যান করে তোলেন কোচ দীনেশ লাড।
১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুরে জন্ম হয় রোহিতের। তাঁর বাবা গুরুনাথ শর্মা ও মা পূর্ণিমা শর্মা।
নিজের প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর রেকর্ড অসামান্য। ২০০৭-এর জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর একের পর এক রেকর্ড গড়েছেন ও ভেঙেছেন রোহিত। একদিনের আন্তর্জাতিকে তাঁর তিনটি দ্বিশতরান রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -