গণপতি বাপ্পা মোরিয়া! দেখুন সলমন খান পরিবারের গণেশ বিসর্জনের ছবি
সব ছবি: মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাচ করছেন সলমনের ২ বোন আলভিরা ও অর্পিতা। নাচ করতে দেখা গেল ইউলিয়াকেও।
ঢোলের তালে তালে বিসর্জনের নাচ নাচছেন খান পরিবারের মহিলারা।
বিসর্জনে আসতে না পারলেও তার আগের দিন গণেশ চতুর্থীর পুজোয় যোগ দিতে আবু ধাবি থেকে সলমন সোজা উপস্থিত হন কার্টার রোডে বোনের বাড়ি।
স্বরা ভাস্কর।
ডেইজি শাহ।
সলমনের সৎ মা হেলেন।
সলমন অবশ্য অনুষ্ঠানে ছিলেন না, তিনি এখন রয়েছেন আবু ধাবিতে টাইগার জিন্দা হ্যায়ের শ্যুটিং করছেন। তবে তাঁর কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর যোগ দেন অনুষ্ঠানে।
য়োহানের সঙ্গে সোহেল খান।
সোহেল খানের বড় ছেলে নির্বাণ কোলে করে নিয়ে যাচ্ছে ছোট ভাই য়োহানকে।
ছেলে আহিলকে কোলে নিয়ে অর্পিতা।
গণেশ মূর্তি বইছেন সলমনের ভাই সোহেল খান।
গণেশ মূর্তি হাতে আয়ুষ।
পুজোর ২ দিন পর সলমনের বোন অর্পিতা ও ভগ্নীপতি আয়ুষ শর্মা বিসর্জন দেন গণপতিকে। এ জন্য চিরাচরিত প্রথায় অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা।
এত বছর পুজো হয়েছে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। কিন্তু এ বছর অর্পিতার নতুন বাড়িতে হয় পুজো। ঠাকুর বিসর্জন অবশ্য হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকেই।
জানেন নিশ্চয়, গণেশ পুজো সলমন খানদের বাড়ির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। প্রতি বছর খান পরিবারের প্রত্যেকে হইহই করে এই পুজোয় যোগ দেন। এ বছর গণেশ স্থাপনা হয়েছিল সলমনের বোন অর্পিতার বাড়িতে। যোগ দেন বহু বলিউড সেলিব্রিটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -