সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ। কিন্তু সেদেশে সম্পূর্ণ মহিলাচালিত বিমান উড়ল। দেখুন সেই ঐতিহাসিক উড়ানের ছবি
রয়্যাল ব্রুনেই এয়ারলাইন্স আরও বেশি করে মহিলা কর্মী নিয়োগ করার কথা জানিয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/রয়্যাল ব্রুনেই এয়ার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিমানের ক্যাপ্টেন শরিফা জারিনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/রয়্যাল ব্রুনেই এয়ার
ব্রুনেই ও জেড্ডা শহরের মধ্যে এই উড়ান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দুই শহরেই মহিলাদের উপর নানা বিধিনিষেধ চাপানো হয়েছে। সেখানে মহিলাদের বিমান চালানো এক নয়া দিগন্ত খুলে দিতে পারে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/রয়্যাল ব্রুনেই এয়ার
রয়্যাল ব্রুনেই এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি ব্রুনেই থেকে জেড্ডা যায়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/রয়্যাল ব্রুনেই এয়ার
চলতি বছরের ফেব্রুয়ারিতে মহিলাচালিত উড়ানের কথা ঘোষণা করেছিল রয়্যাল ব্রুনেই এয়ারলাইন্স। সেই পরিকল্পনা এতদিনে বাস্তবায়িত হল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/রয়্যাল ব্রুনেই এয়ার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -