নতুন মা করিনা কপূরের ক্রিসমাস পার্টি!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোহেল খানের স্ত্রী সীমা।
স্বামীর সঙ্গে অমৃতা।
সেফের ছোট বোন সোহা, স্বামী কুণাল খেমুর সঙ্গে।
সেফের বোন সাবা।
সেফের মা শর্মিলা।
করিনার বাবা রণধীর। হাতে সম্ভবত উপহার সদ্যোজাত নাতির জন্য।
সেফের প্রথম পক্ষের দুই ছেলেমেয়ে সারা ও ইব্রাহিম।
তবে অন্য গাড়িতে আসেন তিনি।
করিশমার ‘বয়ফ্রেন্ড’ সন্দীপ তোশনিওয়ালও ছিলেন আমন্ত্রিতদের মধ্যে।
অতিথিদের স্বাগত জানাচ্ছেন সেফ।
২ ছেলেমেয়েকে নিয়ে পার্টিতে করিশমা।
কালো পোশাকে সুন্দরী করিশমা।
মালাইকা অরোরা।
এক অতিথির সঙ্গে করিনা।
ক্রিসমাস পার্টির পাশাপাশি সন্তানের জন্মও সেলিব্রেট করলেন তাঁরা।
করিনার বেস্ট ফ্রেন্ড অমৃতা অরোরা।
বাচ্চা হওয়ার পর এক সপ্তাহও কাটেনি। বন্ধুদের সঙ্গে পার্টিতে করিনা।
শাশুড়ি ববিতার সঙ্গে সেফ।
ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ছাড়াও পার্টিতে ছিলেন কপূর ও পতৌদি পরিবারের সদস্যরা।
করিনা কপূর ও সেফ আলি খান শনিবার রেখেছিলেন ক্রিসমাস পার্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -