দেখুন: সলমন খানের জন্মদিনের পার্টি!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্টিতে অতিথিদের সঙ্গে সলমন।
সলমনের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। (ছবি: মানব মঙ্গলানি)
হাজির পুরো খান পরিবার। (ছবি: মানব মঙ্গলানি)
পরিচালক রমেশ তওরানি।
ডেইজি শাহ ও সঙ্গীতা বিজলানি।
স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে পার্টিতে বিপাশা।
সলমনের আর এক ভাই সোহেলও ছিলেন পার্টিতে। (ছবি: মানব মঙ্গলানি)
সলমনের ভাই আরবাজ খান। (ছবি: মানব মঙ্গলানি)
সলমনের বোন আলভিরা অগ্নিহোত্রী। (ছবি: মানব মঙ্গলানি)
বলিউড নায়ক রণদীপ হুডা। (ছবি: ইনস্টাগ্রাম)
নিমন্ত্রিতদের সঙ্গে সলমন। (ছবি: ইনস্টাগ্রাম)
রাজনীতিক বীণা কাক। ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিতে সলমনের মায়ের চরিত্র করেন তিনি।
গায়ক আরমান মালিকের সঙ্গে সলমন। (ছবি: ইনস্টাগ্রাম)
টিভি অভিনেত্রী মৌনী রায়, পরিচালক কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর।
বিপাশা বসু ও সলমন খান।
সলমনের ছবির পোস্টারের সঙ্গে বিইং হিউম্যান কেক।
ছিলেন আরও বহু সেলিব্রিটি। (ছবি: ইনস্টাগ্রাম)
সলমনের পরিবারের পাশাপাশি ছিলেন তাঁর বান্ধবী ইউলিয়া ভান্তুর। (ছবি: ইনস্টাগ্রাম)
(ছবি: ইনস্টাগ্রাম)
ভাগ্নে আহিল ও ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে বার্থডে কেক কাটছেন সলমন। (ছবি: ইনস্টাগ্রাম)
এ বছরটা দারুণ গেল সাল্লুর। সুলতান যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসা করেছেন সমালোচকরা। বছরের সবথেকে বেশি উপার্জনকারী ১০০জন সেলিব্রিটির তালিকাতেও তিনি রয়েছেন। (ছবি: মানব মঙ্গলানি)
৫১ বছরে পা দিলেন বলিউডের ভাইজান। প্রতিবারের মত এবারও মুম্বইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিনের পার্টি দিলেন তিনি। সলমন আগেই জানিয়েছিলেন, জন্মদিনে নিজের নতুন অ্যাপ বিইং ইন টাচ লঞ্চ করবেন তিনি। এদিন থেকেই গুগল প্লে স্টোরে মিলবে ওই অ্যাপ। (ছবি: মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -