১৫ টি ধনী শহর, যেগুলির হাতে রয়েছে বিশ্বের মোট সম্পদের ১১ শতাংশ
১৩ তম স্থানে কানাডার আর্থিক রাজধানী টোরেন্টো। সম্পদের পরিমাণ ৬১,১৪২,৮৮০,০০০,০০০ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বাদশ স্থানে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সম্পদের পরিমাণ ৬১,৫৩৫,৩০০,০০০,০০০ টাকা।
৬৩,৯৯২,৭৫৯,৯৯৯,৯৯৯ টাকার সম্পদ নিয়ে একাদশ স্থানে আমেরিকার শিকাগো।
১৬১,৮২৬,২৫০,০০০,০০০ টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে জাপানের টোকিও।
দ্বিতীয় স্থানে ব্রিটেনের লন্ডন। মোট সম্পদের পরিমাণ ১৭৪,৭৭২,৩৫০,০০০,০০০ টাকা।
১৫ তম স্থানে ফ্রান্সের রাজধানী প্যারিস। মোট সম্পদের পরিমাণ ৫৫,৭০২,২০০,০০০,০০০ টাকা।
৫৯,০৭৩,৮৮৮,০০০,০০০ টাকার সম্পদ নিয়ে ১৪ তম স্থানে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট।
দশম স্থানে সিঙ্গাপুর। সম্পদের পরিমাণ ৬৪,৭৬৯,৯৯৯,৯৯৯,৯৯৯ টাকা।
নবম স্থানে অস্ট্রেলিয়ার সিডনি। সম্পদের পরিমাণ ৬৪,৭৬৯,৯৯৯,৯৯৯,৯৯৯ টাকা।
অষ্টম চিনের হংকং। সম্পদের পরিমাণ ৮৪,২০১,০০০,০০০,০০০ টাকা।
৯০,৬৮৩,৬০০,০০০,০০০ টাকার সম্পদ নিয়ে সপ্তম স্থানে আমেরিকার লস অ্যাঞ্জেলেস।
ষষ্ঠ স্থানে চিনের সাংহাই। সম্পদের পরিমাণ ১২৯,৬৬০,০০০,০০০,০০০ টাকা। এই শহরে কয়েকটি স্টক এক্সচেঞ্জ রয়েছে এবং আলিবাবা-র মতো ব্র্যান্ড এই শহরেরই।
পঞ্চম স্থানে চিনের বেজিং। সম্পদের পরিমাণ ১৪২,৫০৫,০০০,০০০,০০০ টাকা।
আমেরিকার আর এক শহর সান ফ্রান্সিসকো চতুর্থ স্থানে। সম্পদের পরিমাণ ১৪৮,৯৮২,৫০০,০০০,০০০ টাকা
সারা বিশ্বজুড়েই দরিদ্রের সংখ্যা বাড়ছে। এরমধ্যেই শুনলে চমকে ওঠার মতোই তথ্য। দুনিয়ার মাত্র ১৫ শহরেই রয়েছে বিশ্বের মোট সম্পদের অধিকাংশই। অন্যভাবে বললে বলা যায় যে, এই ১৫ টি শহর ব্যবসায়িক কেন্দ্র এবং এগুলিতেই একত্রিত হয়েছে ধনসম্পত্তি। এই তালিকায় মায়ানগরী মুম্বইয়ের স্থান দ্বাদশ। ১৯৪,১৯১,৫০০,০০০,০০০ টাকার সম্পদ নিয়ে তালিকার শীর্ষে আমেরিকার নিউইয়র্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -