ছবিতে দেখুন- মধ্যরাতে জিম করে ফিরছেন শাহিদ-বরুণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2019 01:27 PM (IST)
1
কয়েক কোটির ব্যবসা করে ‘কবীর খান’
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এই ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন কিয়ারা আডবাণী।
3
এখনও অবধি এই বছরে সবচেয়ে বেশী ব্যবসা করা ছবি ‘কবীর খান’
4
সম্প্রতি বক্স অফিসে সাফল্য পেয়েছে শাহিদ অভিনীত ‘কবীর খান’
5
ছবিটি পরিচালনা করছেন রেমো ডিসুডা। ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কপুরকে।
6
আগামী ছবি 'স্ট্রীট ড্যান্সার থ্রি-ডি'র কাজে আপাতত ব্যস্ত বরুণ ধবন।
7
সাদা জিমের পোশাক পরেছিলেন বরুণ। সঙ্গে কালো ক্যাপ্রি।
8
দুই অভিনেতাকে এদিন দেখা গেল সাধারণ পোষাকে।
9
মধ্যরাতে এক সঙ্গে জিমে ওয়ার্কআউট করতে গিয়েছিলেন দুই অভিনেতা।
10
জিম থেকে বেরোনোর সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন দুই অভিনেতা। শাহিদ কপূর বরুণ ধবন।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -