ছেলে ভিয়ানের জন্মদিন পালন করলেন শিল্পা শেট্টি
খাল্লাস গার্ল ঈশা কোপিকর, পরিবারের সঙ্গে। (ছবি: মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহরমন বাওয়েজা। (ছবি: মানব মঙ্গলানি)
অভিনেত্রী নীলম। (ছবি: মানব মঙ্গলানি)
পরিবারের সঙ্গে অভিনেতা সাবির আলুওয়ালিয়া। (ছবি: মানব মঙ্গলানি)
নাতির জন্মদিনে শিল্পার মা সুনন্দা। সঙ্গে মাসি শমিতা। (ছবি: মানব মঙ্গলানি)
বাবা রাজ কুন্দ্রা ও মা শিল্পা শেট্টির সঙ্গে ভিয়ান। (ছবি: মানব মঙ্গলানি)
শিল্পা শেট্টি নিজের হাতে বানিয়েছেন কেকটি। এক সপ্তাহ ধরে ইউটিউবের ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে শেষমেষ তৈরি হয়েছে দুর্দান্ত এই কেক। মা জানিয়েছেন, কেক দেখে দারুণ খুশি হয়েছে ছেলে।
পোশাকেই পরিষ্কার, ভিয়ানের পার্টির থিম ছিল মাস্টারশেফ। কারণ ভিয়ানের রান্নায় খুব উৎসাহ। মায়ের হাতে হাত মিলিয়ে নাকি জন্মদিনের কেকও বেক করেছে সে।
২১ তারিখ ৫-এ পড়েছে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ছেলে ভিয়ান। সে জন্য হইহই করে হল পার্টি। (ছবি: মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -