ভয়াবহ ছবি, আফ্রিকায় অপুষ্টির শিকার লক্ষ লক্ষ শিশু
সোমালিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, দক্ষিণ সুদানের মতো দেশগুলিতে গৃহযুদ্ধের ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় আড়াই কোটি মানুষ গৃহযুদ্ধের ফলে চরম সমস্যায় পড়েছেন। দক্ষিণ সুদানের বেশিরভাগ যুদ্ধবিধ্বস্ত মানুষই ইথিওপিয়ায় পালিয়ে যাচ্ছেন অথবা আশ্রয় শিবিরে গিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ছবি সৌজন্যে এপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপর্যবেক্ষকদের মতে, উত্তর-পূর্ব নাইজেরিয়ায় গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ৪৭ লক্ষ থেকে বেড়ে ৫২ লক্ষ হতে পারেন। ছবি সৌজন্যে এপি
এই শিশুটির বয়স ৯ মাস। সে অপুষ্টির শিকার। একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ছবি সৌজন্যে এপি
আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে এই মরশুমে পর্যাপ্ত বৃষ্টিও হয়নি। ফলে ফসলের বিপুল ক্ষতি হয়েছে। আনাজের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। পানীয় জলেরও চরম অভাব। এর ফলে শুধু মানুষই নয়, পশুরাও মরণাপন্ন। ছবি সৌজন্যে এপি
ইউনিসেফের তথ্য অনুযায়ী, সোমালিয়া, দক্ষিণ সুদান, উত্তর-পূর্ব নাইজেরিয়া এবং ইয়েমেনে দুর্ভিক্ষের ফলে বেশিরভাগ মানুষই ঠিকমতো খাবার পাচ্ছেন না। ফলে অন্তত ১৪ লক্ষ শিশু মৃত্যুর মুখে। অন্তত ৫ লক্ষ শিশু অপুষ্টির শিকার। ছবি সৌজন্যে এপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -