বিষণ্ণ মুখ, মৃত মায়ের প্রার্থনা সভায় যোগ দিতে চেন্নাই গেলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী ও খুশি
৬ তারিখ বড় মেয়ের ২১ বছরের জন্মদিন উপলক্ষ্যে বিরাট প্ল্যান ছিল তাঁর। মায়ের মৃত্যুতে জাহ্নবীর দিনটা কাটল বৃদ্ধাশ্রমে, বয়স্ক নাগরিকদের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাহ্নবীর প্রথম ছবি ধড়কের জন্য আগ্রহের সীমা ছিল না শ্রীদেবীর।
বড় মেয়ে জাহ্নবী মায়ের বেশি ঘনিষ্ঠ ছিলেন। ছোট খুশি বাবার ন্যাওটা।
বনি আগেই চলে গিয়েছেন চেন্নাই। এবার গেলেন ২ বোন।
ক্যামেরার দিকে তাকাননি খুশি-জাহ্নবী কেউই। দৃষ্টি ছিল মাটির দিকে।
মুম্বই বিমানবন্দরে বিষণ্ণ মুখে দেখা গেল সদ্য মা হারা দুই বোনকে। চেন্নাইয়ের বিমান ধরতে এসেছিলেন তাঁরা।
এবার তাঁরা আবার গেলেন চেন্নাই, মৃত্যুর ষষ্ঠদশ দিনে শ্রীদেবীর প্রার্থনা সভায় যোগ দিতে।
তার আগে রামেশ্বরমের সমুদ্রে তাঁর চিতাভস্ম বিসর্জন দেন তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি। সঙ্গে ছিলেন বনি।
মৃত্যুর ত্রয়োদশ দিনে হরিদ্বারের গঙ্গায় বনি কপূর সমর্পণ করেছেন প্রয়াত শ্রীদেবীর চিতাভস্ম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -