ছবিতে দেখুন ‘’স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮’’-র মঞ্চ মাতালেন দীপভীর
রণবীর এখন ব্যস্ত সারা আলি খানের সঙ্গে তার নতুন ছবি ‘’সিম্বা’’-র প্রচারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেশার খাতিরে তাদের আপাতত মধুচন্দ্রিমা বাতিল করতে হয়েছে।
‘’স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮’’-এর লাল গালিচায় এইদিন রণবীর-দীপিকা এলেন হাত ধরে।
ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে তিনি লেখেন একজন গ্যাংস্টার হয়ে বেশ ভালোই লাগছে।
স্টাইল আইকন রণবীর সিংহের এইদিন দেখা মেলে ‘’গ্যাংস্টার অবতারে’’।
রনবীরের পোশাক সবসময়ই বেশ লক্ষণীয় হয়। বিয়ের পর দীপিকাও কিছুটা হলেও অনুপ্রানিত হয়েছেন সেই ফ্যাশানে।
কালো প্যান্ট, ক্রপ টপ আর মুক্তোর গয়নায় দীপিকার স্টাইল স্টেটমেন্ট ছিল একেবারেই আলাদা রকম।
অন্যদিকে মেঘনা গুলজারের আগামী ছবিতে দীপিকা অভিনয় করছেন অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের ভূমিকায়।
সদ্য লেক কোমো থেকে বিবাহ অনুষ্ঠান সেরে ফেরা এই দম্পতিকে এইদিন দেখা গেল একই রঙের পোশাকে।
বছরের শেষে টিনসেল টাউনে যথারীতি শুরু হয়ে গিয়েছে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। সলমন খান থেকে আলিয়া ভট্ট, রেখা থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কইফ প্রত্যেকেই ‘’স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮’’-এর রেড কার্পেটে আলো ছড়িয়েছেন স্বমহিমায়। কিন্তু মুম্বাইতে রবিবার যে নব্যবিবাহিত জুটি সবার নজর কেড়েছিলেন তাঁরা হলেন রণবীর সিংহ আর দীপিকা পাডুকোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -