সুহানা, নভ্যা, সানায়া- শ্বেতা বচ্চনের স্টোর উদ্বোধনে এলেন বলিউডের তারকা কন্যারা
শানায়া ও অনন্যা। সুহানা, অনন্যা, শানায়া বেস্ট ফ্রেন্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুহানা খান। শোনা যাচ্ছে, শিগগিরই পা রাখবেন বলিউডে।
বন্ধুর সঙ্গে অনন্যা।
চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। শিগগিরই মুক্তি পাবে তাঁর প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২।
সুনীল শেট্টির মেয়ে আথিয়া।
নীতা অম্বানি ও ঈশা।
সুহানা, শানায়ার সঙ্গে চাঙ্কির মেয়ে অনন্যা। করিশমা কপূর পোজ দিলেন তাঁদের সঙ্গে।
নভ্যা।
নীতা অম্বানির সঙ্গে বিগ বির নাতনি নভ্যা নাভেলি। সঙ্গে নীতার মেয়ে ঈশা।
মা মহিপের সঙ্গে সঞ্জয় কপূরের মেয়ে শানায়া কপূর।
অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইঝি আলানা পান্ডে।
এসেছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরী ও মেয়ে সুহানা খান।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা নিজের ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। স্টোর উদ্বোধনে দেখা গেল বলিউডের একাধিক পরিচিত মুখকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -