সুপার ৩০তে হৃত্বিকের বিপরীতে মুখ্য নায়িকার চরিত্রে রয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী
এখন বারাণসীতে জোরকদমে চলছে হৃত্বিক রোশন অভিনীত সুপার-৩০ ছবির শ্যুটিং। অঙ্কবিদ আনন্দ কুমারের জীবনী নিয়ে এই ছবির চিত্রনাট্য বুনোট বাঁধছে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে আন্তর্জাতিক ছবি লভ সোনিয়াতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন ম্রুনাল
আমির খানের থাগস অফ হিন্দুস্থানে কাজ করার কথা ছিল ম্রুনালের। পরে সেই চরিত্রেই অভিনয় করেন ফতিমা সানা শেখ
তিনি সলমন খানের ছবি সুলতান-এর জন্যেও অডিশন দিয়েছিলেন। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ম্রুনাল বলিউডে চেষ্টা করছেন। কিন্তু কোনও না কোনওভাবে সেটা ক্লিক করেনি।
সূত্রের খবর, বারাণসীতে ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন ম্রুনাল। মঙ্গলবার প্রথম শ্যুট করেন। তারপর রামনগর দূর্গে শ্যুট করেন হৃত্বিক-ম্রুনাল।
কুমকুম ভাগ্যতে ম্রুনাল প্রজ্ঞার বোন বুলবুলের চরিত্রে অভিনয় করেছেন। ছবি সৌজন্যে ওয়েব
এবার জানা গেল ছবিতে হৃত্বিকের বিপরীতে মুখ্য নায়িকার চরিত্রে অভিনয় করছেন কোন অভিনেত্রী। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুমকুম ভাগ্যর ম্রুনাল ঠাকুর সুপার-৩০ ছবিতে হৃত্বিকের নায়িকা। ছবি সৌজন্যে ওয়েব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -