ভারতে এসে আতিথেয়তায় মুগ্ধ পাকিস্তানের তরুণীরা
জবাবে সুষমা তাঁকে বলেন, একজনের মেয়ে সবারই মেয়ে। তাই পাক তরুণীদের নিরাপত্তা নিয়ে তাঁরও উদ্বেগ ছিল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুষমার সঙ্গে কথা বলার পর ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানান আলিয়া
ভারত-পাক কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ভারতে ১১ তম বিশ্ব যুব শান্তি উৎসবে যোগ দিতে পাকিস্তান থেকে এসেছিলেন ১৯ জন তরুণী। এদেশে এসে তাঁরা মুগ্ধ
ট্যুইট করে সুষমাকে পাল্টা ধন্যবাদ দেন আলিয়া
পাক দলের প্রধান আলিয়া হরির দু দেশে শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছেন। তিনি একটি সংগঠনও গড়ে তুলেছেন। ১ অক্টোবর ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন আলিয়া। সুষমা তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন
সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানিদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ
পাক তরুণীদের দলটি মঙ্গলবার রাতে চণ্ডীগড়ে পৌঁছয়
কিন্তু ভারত সফর করে পাক তরুণীরা প্রত্যেকেই উল্লসিত। তাঁরা ভারতীয়দের ব্যবহারে মুগ্ধ
উৎসবের আয়োজকরা ইঙ্গিত দেন, প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই ফেরত পাঠানো হবে পাক তরুণীদের
সাত দিনের ভারত সফরে এসেছিলেন এই তরুণীরা। তাঁরা সবাই এই প্রথম ভারতে এলেন
উৎসবে যোগ দেওয়া ছাড়াও এই দলটি সিমলা বেড়াতে গিয়েছিল
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এই তরুণীদের পরিবারের লোকেরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন
উৎসবের আয়োজকদের আলিয়া ও তাঁর সঙ্গীরা জানিয়েছেন, তাঁদের মনে হয়নি বিদেশে আছেন। ভারতকে নিজের দেশ বলেই মনে হচ্ছিল। ভারত সফর শেষ করে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরে গিয়েছে পাক দলটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -