অন্তঃসত্ত্বা টেনিস-সুন্দরী সানিয়া মির্জা, এই ছবির মাধ্যমে ঘোষণা করলেন সুখবরটি
নিজের জীবনের এই সুখবরটি সুন্দরী এই ছবির মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুইটারে এই মিষ্টি ছবি দিয়ে খবরটি প্রকাশ্যে আনেন সানিয়া-শোয়েব। সঙ্গে হ্যাসট্যাগ দেন... #BabyMirzaMalik।
টেনিস সুন্দরী সানিয়া মির্জা অন্তঃসত্ত্বা।
২০১০ সালে তাঁদের বিয়ে হয়েছিল
কয়েকদিন আগেই সানিয়া জানিয়েছিলেন, তিনি চান তাঁর সন্তানের পদবী হোক মির্জা-মালিক।
তবে এই ঘোষণার পরই ভারত ও পাকিস্তান দুদেশের ভক্তদের থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে তাঁদের ইন্সটাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট
অদ্ভূতভাবে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রেগন্যান্ট হওয়ার খবর ঘোষণার সময়ও সেটা ব্যবহার করেছেন সানিয়া-শোয়েব
তবে দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখা গিয়েছে, সন্তান যদি হয়, তাহলে নিজেদের জন্যে কন্যা সন্তান চেয়েছেন সানিয়া-শোয়েব
অক্টোবরে সানিয়া-শোয়েব দুই থেকে তিন হচ্ছেন, খবর পিটিআই সূত্রে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -