দেখুন, মহাবালিপুরমের আশ্চর্য পাথর
এই পাথরটির আকর্ষণে প্রতি বছর বহু পর্যটক মহাবালিপুরমে যান। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে যাওয়ার সেরা সময়
এই পাথরটির অনুকরণেই বিখ্যাত মাটির পুতুল তানজাবুর বোম্মাই তৈরি করা হয়। এই পুতুলগুলিকে নাড়ালে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে
১৯০৮ সালে তৎকালীন মাদ্রাজের গভর্নর আর্থার ললিও পাথরটিকে সরানোর পরিকল্পনা করেন। সাতটি হাতিকে কাজে লাগানো হয়। কিন্তু এক ইঞ্চিও সরানো যায়নি পাথরটিকে
শোনা যায়, পল্লব রাজবংশের সম্রাট নরসিংহবর্মন এই পাথরটিকে সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সফল হননি
স্থানীয় মানুষের বিশ্বাস, ভগবান কৃষ্ণই এই পাথরটিকে এই রূপ দিয়েছেন। ১,২০০ বছর ধরে পাথরটি এখানে আছে
বিশেষজ্ঞদের মতে, অর্ধবৃত্তাকার পাথরটির ওজন প্রায় ২৫০ টন। সেটির মাত্র ৪ ফুট অংশ পাথুরে জমির সঙ্গে যুক্ত। তার উপর ভর করে পাথরটি কীভাবে মাধ্যাকর্ষণ উপেক্ষা করে এভাবে দাঁড়িয়ে আছে, সেটা এখনও রহস্য
স্থানীয় মানুষ ও পর্যটকরা গ্রীষ্মকালে এই আশ্চর্য পাথরের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারেন
তামিলনাড়ুর মহাবালিপুরমে রয়েছে একটি আশ্চর্য পাথর। ২০ ফুট লম্বা এবং ৫ মিটার চওড়া পাথরটি এমনভাবে রয়েছে, দেখে মনে হবে যে কোনও সময় গড়িয়ে যাবে। কিন্তু শতকের পর শতক ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে পাথরটি