দুবাইয়ের রাজপুত্র: নিরহঙ্কার, বিনয়ী, মাটির মানুষ এবং ... সিঙ্গল
এত কিছুর পরেও এই রাজপুত্র এখনও সিঙ্গল! মেয়েরা শুনছেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজপুত্রের উড়ান!!
রাজপুত্র ভালবাসেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। তিনি একজন সেমি-প্রফেশনাল স্কাইডাইভার।
মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। মানুষের চোখে দেখেন দুনিয়াকে। সাহায্যপ্রার্থীকে ফিরিয়ে দেন না কখনও।
দেখুন, কী দুর্দান্ত হ্যান্ডসাম এই রাজপুত্র।
ফোটোগ্রাফি তাঁর অন্যতম হবি। ক্যামেরাকে বলেন বেস্ট ফ্রেন্ড। Hamdan International Photography Award নামে একটি ফোটোগ্রাফি প্রতিযোগিতা করেন তিনি।
খেলাধুলোও ভালবাসেন শেখ হামদান। নানা খেলায় অংশ নেন নিজেও। দুবাই স্পোর্টস কমিটির চেয়ারম্যানও তিনি। যুবসমাজে ক্রীড়ার প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মানবতা ও দয়ামায়া তাঁর জীবনের গুরুত্বপূর্ণ দিক। দুবাই অটিজম সেন্টারের তিনি অন্যতম স্পনসর। একইসঙ্গে নানা শিশু কল্যাণ সংস্থারও সদস্য।
তাঁর পশুপ্রেমের কথাও সর্বজনবিদিত। বেশ কয়েকটি পশুপ্রেমী সংগঠনকে সাহায্য করেন তিনি।
শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন এই রাজপুত্র। তাঁর কাছে এটা স্ট্রেসবাস্টার।শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন এই রাজপুত্র। তাঁর কাছে এটা স্ট্রেসবাস্টার।
দারুণ সুদর্শন এই রাজপুত্র পরিচিত তাঁর বিলাসবহুল জীবনচর্যার জন্য। কিন্তু তাঁর অন্য দিকও আছে। সাধারণের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারা শেখ বন্ধুদের কাছে মাটির মানুষ বলে পরিচিত। দেখে নিন, তাঁর জীবনচর্যার কিছু ছবি।
দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ আল মাকতুম সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৪০লক্ষের মত ফলোয়ার এই রাজপুত্র গোটা দুনিয়াতেই ইন্টারনেট সেনসেশন।
রাজপরিবারের জীবনযাত্রা থেকে কিছুক্ষণের জন্য সরে আসতে নানা অনুষ্ঠানে অংশ নেন তিনি। অংশ নেন যোগ উৎসবেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -