২২ গজ থেকে রাজনীতির ময়দানে গৌতম গম্ভীর, এর আগে কারা কারা খেলা ছেড়ে পা রেখেছেন রাজনীতিতে, দেখে নিন
কির্তীবর্ধন ভগবত আজাদ ছিলেন ভারতীয় দলের অন্যতম ডানহাতি ব্যাটসম্যান। কংগ্রেসে যোগদান করেছেন কির্তিবর্ধন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। বর্তমানে লোকসভার সদস্য তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রিকেট জীবনে অবসর নেওয়ার পর সপা-য় যোগ দেন প্রবীন।
ভারতীয় দলের বোলার ছিলেন প্রবীন কুমার।
১৯৯০ সালের সময়কালে মহম্মদ আজহারউদ্দিন ছিলেন ভারতীয় টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০০ সালে ম্যাচ গড়পেটায় যুক্ত থাকার অভিযোগে খেলা ছাড়তে বাধ্য হন তিনি। এরপর ২০০৯ সালে ভারতীয় কংগ্রেসে যোগদান করেন তিনি।
১৯৯১ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করেছিলেন পতৌদি। এর আগে ছিলেন বিশাল হরিয়ানা দলে।
মনসুর আলি খান পতৌদি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন একসময়।
বিনোদ কামলি লোক ভারতী দলে যোগ দেন। বিধানসভা ভোটে লোক ভারতী দলের হয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি।
বিনোদ কামলি ভারতীয় দলের ব্যাটসম্যান ছিলেন। খেলা ছাড়াও অভিনেতা কিছু বলিউড সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।
২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নেবার পর ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। সেই বছরই তিনি অমৃতসর থেকে লোকসভা নির্বাচলের প্রার্থী হন ও জয়ী হন। পঞ্জাবের রাজ্যসভার জন্য মনোনীত হয় তার নাম। পরবর্তীকালে ২০১৭ সালে দল বদল করে কংগ্রেসে যোগ দেন তিনি।
১৯ বছর বয়সে ক্রিকেটে নিজের কেরিয়ার শুরু করেছিলেন নভজোত সিংহ সিধু। ১৯৮৩ সালে ভারতীয় দলে খেলা শুরু করেছিলেন তিনি।
কেবল গম্ভীর নন, এর আগেও বেশ অনেক ক্রিকেটার খেলা ছেড়ে পা রেখেছেন রাজনীতির ময়দানে।
আজ বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর। ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন এই ৩৭ বছরের ক্রিকেটার। রবিশঙ্কর প্রসাদ ও অরুণ জেটলির উপস্থিতিতে আজ বিজেপিতে যোগ দিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -