নায়িকা সাজলে কেমন লাগবে অমিতাভ, আমির, সলমনদের? দেখুন ছবিতে
টিনসেল টাউনে সাড়া ফেলেছেন, মেয়েদের মন কেড়েছেন এইসব বলি নায়কেরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করে পেয়েছেন প্রশংসাও। তবে জানেন কি এই সমস্ত বলি মাচো ম্যানেরা দর্শকদের সামনে এসেছিলেন নায়িকার ভূমিকাতেও। দেখুন বলি নায়কদের নায়িকা-রূপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসলমন খান- জানেমন- ছবির দৃশ্যে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে। দর্শকদের বেশ মজার মনে হয়েছিল তাঁর এই লুক।
গোবিন্দা- আন্টি নম্বর ১ ছবিতে গোলাপি শাড়ি পড়ে নারীর বেশে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা গোবিন্দাকে।
কমল হাসান- চাচি ৪২০ ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন কমল হাসান। তিনি গোটা ছবির বেশিরভাগটাই নারীর পোশাকে ছিলেন। চাচির ভূমিকায় তাঁর সাবলীল অভিনয় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।
অমিতাভ বচ্চন- বলিউডের শাহেনশা নিজের কেরিয়ারে দীর্ঘ সময় ধরে বহু ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ তাঁর লাওয়ারিশ ছবির একটি গানে নারী চরিত্রে অভিনয় করেছিলেন। কেয়া কর কাম কেয়া গানের সঙ্গে নারীর পোশাকে নাচ করতে দেখা গিয়েছিল তাঁকে।
আমির খান- বলিউডের মিস্টার পারফেকসানিষ্ট পঞ্চাশ পেরিয়েও সমান জনপ্রিয় দর্শকদের মধ্যে। কলেজ বয় থেকে রোম্যান্টিক হিরো, বিভিন্ন চরিত্রে বহুবার মন কেড়েছেন দর্শকদের। কিন্তু এই আমির খানই রুপোলি পর্দায় দর্শকদের সামনে এসেছিলেন নারী-বেশে! ১৯৯৫ সালে বাজি ছবিতে একটি দৃশ্যে মেয়ে সেজেছিলেন আমির খান!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -