এ কোন ঐশ্বর্য রাই! পুরনো ছবি নিয়ে তোলপাড় নেট দুনিয়া
ইনস্টাগ্রামে তাঁর অভিনয় জীবনের শুরুর দিকের কিছু ছবি পোস্ট করেছেন ঐশ্বর্যর ফ্যাশান ডিজাইনার। দেখুন তো, তাঁকে চেনা যাচ্ছে কি না?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে ঘরবন্দি গোটা দেশ, স্তব্ধ জনজীবন। ঘরবন্দি রয়েছেন তারকারাও। বাড়িতে বসেই কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণায় বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন।
স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে জনতা কার্ফুতে এই ছবিটি পোস্ট করেছিলেন ঐশ্বর্য।
এটিও ঐশ্বর্যর মডেলিং জীবনের একটি ছবি।
এই ছবিটি এক ঝলকে দেখলে অনেকেই চিনতে পারবেন না প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। রুপোলি হুডিতে এই ফটোশ্যুট নায়িকার একেবারে কেরিয়ারের শুরুর দিকে। সেই সময় মডেলিং এর পেশায় যুক্ত ছিলেন অভিনেত্রী।
১৫ বছরের আগের এই ছবিটিতেও চেনাই যায় না অ্যাশকে। অভিনয় জগতে পা রাখার পরের ছবি এটি
কেবল সৌন্দর্য্য বা অভিনয় নয়, তার ফ্যাশানের ধারণাও চর্চার বিষয়
এখনও ইন্ডাস্ট্রিতে অন্যতম সুন্দরী নায়িকা তিনিই।
শেষবার ফ্যানে খান ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে
তখনকার নায়িকা আর বর্তমান নায়িকার মধ্যে মিল পাওয়া ভার। এখন তিনি বচ্চন বধূ। আরাধ্যার মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -