টাকা তোলার পাশাপাশি আরও যে কাজগুলি করা যায় এটিএম থেকে, দেখে নেওয়া যাক এক ঝলকে
ক্রেডিট কার্ডের বিল বাকি, লাস্ট ডেটও চলে এসেছে। এজন্য উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এটিএম থেকেই ক্রেডিট কার্ডের বিল মেটানো সম্ভব। এজন্য শুধু ক্রেডিট কার্ডের নম্বর মনে রাখতে হবে।
এসবিআই ও পিএনবি-র মতো ব্যাঙ্কগুলির এটিএম থেকে ট্রেনের টিকিট বুকিংও করা যায়।
টেলিফোন, বিদ্যুত, গ্যাস বা অন্য কোনও বিল এটিএমের মাধ্যমে মেটানো যায়। এজন্য অবশ্য একবার ব্যাঙ্কের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।
আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এটিএমের মাধ্যমে টাকা স্থানান্তরিত করতে পারেন।
স্বল্প অঙ্কের পার্সোনাল লোন নিতে চাইলে এটিএমের মাধ্যমেই আবেদন করতে পারেন। এজন্য ফোন ব্যাঙ্কিং বা ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার নেই।
এলআইসি, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফের মতো বীমা সংস্থাগুলি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে। এবার ওই বীমা গ্রাহকরা এটিএমের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন। এজন্য পলিসি নম্বর দিতে হবে। এটিএমের বিল সেকশনে বীমা কোম্পানির নাম উল্লেখ করতে হবে।
এটিএমে কয়েকটি ব্যাঙ্ক ক্যাশ ডিপোজিট মেশিনও আলাদা করে রাখে। এক বারে গ্রাহকরা ৪৯,৯০০ টাকা পর্যন্ত জমা দিতে পারেন। ওই মেশিনগুলিতে ২,০০০, ৫০০, ১০০ এবং ৫০ টাকার নোট সহজেই জমা দেওয়া যায়।
কয়েকটি ব্যাঙ্ক এটিএমের মাধ্যমে আয়কর জমা দেওয়ার সুবিধাও দিচ্ছে। এতে রয়েছে অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ও রেগুলার এসেসমেন্টের মতো ট্যাক্স জমা দেওয়ার সুবিধা। এটিএমের মাধ্যমে আয়কর জমা দিতে গেলে আগে ব্যাঙ্কের ওয়েবসাইট বা ব্র্যাঞ্চে গিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে।
যে কোনও প্রিপেড মোবাইল এটিএমের মাধ্যমে রিচার্জ করতে পারেন।নিজের পরিচিত কারুর প্রিপেড মোবাইলও এটিএমের মাধ্যমে রিচার্জ করতে পারেন। এজন্য এটিএমের মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে সেখানে মোবাইল নম্বর উল্লেখ করে দ্বিতীয়বার কনফার্ম করতে হবে। এরপর যত টাকার রিচার্জ করা হবে, তা উল্লেখ করলেই রিজার্জ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
এটিএমের মাধ্যমে নিজের ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটও করা যায়। এটিএমের মেনুতে গিয়ে ফিক্সড ডিপোজিটের অপশন সিলেক্ট করতে হবে। এরপর ডিপোজিটের সময়সীমা বেছে নিতে হবে।
নতুন চেকবুকের আবেদন জানানোর জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। এটিএম থেকেই নয়া চেকবুকের জন্য অনুরোধ করা যায়। কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে উল্লিখিত ঠিকানায় চলে আসবে চেকবুক।এই সুবিধা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই-এর মতো ব্যাঙ্কগুলির এটিএমে পাওয়া যায়।
টাকা তোলা ছাড়াও আরও অনেক কাজ এটিএম থেকেই সেরে ফেলা যায়। এগুলি জানলে ব্যাঙ্ককে গিয়ে লম্বা লাইনে অপেক্ষা করতে হয় না। তাই দেখে নেওয়া যাক, টাকা তোলা ও ব্যালেন্স দেখার পাশাপাশি আরও যে কাজগুলি করা যায় এটিএম থেকে।