ছোটবেলায় আগুনে ঝলসে গিয়েছিল একটি ছেলে, ৮৫টি অপারেশনের পর সে এখন মডেল!দেখুন ছবি
জনির মতো মানুষ আজ অনেকের বেঁচে থাকার অনুপ্রেরণা। সব ছবি- ইনস্টাগ্রাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের চেহারা নিয়ে মোটেই কুণ্ঠিত নয় সে, বরং বিভিন্ন পোশাকে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছে সে।
জীবনে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে জনি এখন একজন সফল মডেল।
দেখুন, জনির ছোটবেলার ছবি, আর এখনকার ছবি।
হয় ৮৫টি অস্ত্রোপচার। প্রতিটি অপারেশনই ছিল বেশ কঠিন।
শরীরের বেশির ভাগ অংশ জ্বলে যাবার পরও সে বেঁচে যায়। প্রায় একবছর হাসপাতালে ভর্তি ছিল সে।
এই ছেলেটি জনি নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছেলেটির জীবন রুপোলি পর্দাকেও হার মানায়।
একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রায় পুরো শরীর জ্বলে যায় এই ছেলেটির। কিন্তু তারপরও সে হেরে যায়নি।
দেখুন এই ছেলেটিকে। ছোটবেলায় দারুণ মিষ্টি দেখতে ছিল এই ছেলেটি। তারপর এক দুর্ঘটনা বদলে দিল এর জীবন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -