চিনের এই গ্রামে মহিলাদের পা পর্যন্ত লম্বা চুল, পাক ধরে না বয়সেও, কীভাবে পান তাঁরা এমন চুল, জেনে নেব রহস্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকমাত্র ১৮ বছর বয়স হলে এই চুল কাটতে পারেন ওই প্রদেশের মহিলারা
নিজের ব্যবসা ছাড়া যে সমস্ত মহিলাদের সেখানে লম্বা চুল রয়েছে তাঁরা দলবদ্ধ হয়ে একসঙ্গে নাচ, গান করে পর্যটকদের থেকে মাসে তিনশো ডলার করেও রোজগার করে।
ওই গ্রামে মোট ৮২টি সংসারের বাস, রয়েছেন ৪০০ গ্রামবাসী।
সেখানকার বাসিন্দারা বিশ্বাস করেন, লম্বা চুল সৌভাগ্য, টাকা এবং দীর্ঘায়ু নিয়ে আসে।
আপাতত এই লম্বা চুলকেই ব্যবহার করে পর্যটকদের থেকে টাকা আয় করেন ওই প্রদেশের মহিলারা।
তবে ১৯৮০ সালে সেই নিয়ম বাতিল করে দেওয়া হয়।
খোলা চুল যদি ভুলবশতও বাইরের লোক বা কোনও বিদেশী পর্যটক দেখে ফেলেন, তাহলে সেই ব্যক্তিকে আগামী তিন বছরের জন্যে মহিলার বাড়িতে জামাই হয়ে থাকতে হবে।
একমাত্র স্বামী এবং সন্তানরাই তাঁদের বাড়ির মহিলাদের চুলের দিকে তাকাতে পারবেন।
চিনের হুয়ানগ্লু প্রদেশের মহিলারা চুলের বিষয়ে এতটাই পজেসিভ যে তাঁদের খোলা চুলের দিকে বাইরের কেউ তাকাতে পর্যন্ত পারবেন না।
পূর্বের রাজপরিবারের সদস্যরা এই পন্থা পুরনো সময় থেকেই ব্যবহার করছেন।
প্রসঙ্গত, সুন্দর চুলের গোপন রহস্যই হল ভাতের ফ্যান।
ওই গ্রামের মহিলারা তাঁদের চুল ভাতের ফ্যান দিয়ে ধোয়ে।
বয়স হলেও পাক ধরে না তাঁদের চুলে
প্রায় ২.১ মিটার বা ৬.৮ ফুট লম্বা হয় সেখানকার মহিলাদের চুল।
চিনের একটি গ্রামে মহিলাদের পা পর্যন্ত লম্বা চুল হয়।
এমনকি গিনেস বুকেও নাম রয়েছে এই গ্রামের।
সারা চিনে ওই গ্রামকে ‘লনগেস্ট হেয়ার ভিলেজ’ হিসেবেই চেনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -