ছোটবেলায় কেমন দেখতে ছিলেন আপনার প্রিয় নায়ক-নায়িকা? দেখে নিন পুরনো ছবি
ছোটবেলার ছবির সঙ্গে মিলিয়ে পোশাক পরে দুটো ছবি একই সঙ্গে পোস্ করেন সারা আলি খান। ছোটবেলার ছবিতে নিজের মুখভঙ্গি নিয়েও মজা করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট্ট করিনা কপূরকে নিয়ে দাঁড়িয়ে দিদি করিশ্মা কপূর। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ঝড় তুলেছে। করিনা কপূরের ফ্যানক্লাব থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয় এই ছবি।
শ্বেতা বচ্চন সম্প্রতি শেয়ার করেছেন এই ছবিটি। অভিষেক বচ্চনের সঙ্গে ছোট্ট শ্বেতা বচ্চন। সঙ্গে লিখেছেন, ও আমার জীবনের ছন্দ, খুনসুটির সঙ্গী।
একটি জন্মদিনের পার্টির এই ছবিটি শেয়ার করেছেন তাপসী পান্নু। সঙ্গে লেখেন, 'এটা আমার জন্মদিন ছিল না। তবু আমি কাউকে আমায় কেক খাওয়াতে বাধ্য করেছিলাম। কিছুই বদলায় নি এত বছরে। না আমার কেকের ওপর ভালোবাসা না এই বিনুনি। কেবল রিবনগুলো আর নেই'
মাত্র ১২ বছর বয়সে নাকি ১৫০০ টাকা জমিয়ে ফেলেছিলেন কঙ্গনা। তারপর সেই টাকা দিয়ে ক্যামেরা কিনেছিলেন যাতে তাঁর ছবি তোলা হয়। তাঁর বাবা চাইতেন না মেয়ের এত ছবি উঠুক। ছবি শেয়ার করে এই ঘটনার কথা লেখেন রঙ্গোলি।
কঙ্গনা রানওয়াতের বোন রঙ্গোলি তাঁর এই ছবিটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে নাচ করছে ছোট্ট কঙ্গনা।
আলিয়া ভট্টের এই ছবিটি শেয়ার করেন তাঁর বোন শাহিন ভট্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -