২০১৬ সালের সেরা দশ ভুল খবর, যা প্রায় সকলে বিশ্বাসই করে নিয়েছিল! দেখব একনজরে
২০১৬ সালে ওয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মুদ্রা থেকে নুন, বিভিন্ন বিষয় নিয়ে ভুল খবর প্রচারিত হয়েছে। এবং সেই খবর পরে সংবাদমাধ্যমে দেখানো হলে, বিশ্বাসও করে নেন আমজনতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে ওয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো মাধ্যমে খবর ছড়িয়ে দিলে, খুব দ্রুততার সঙ্গে সে খবর মানুষের কাছে পৌঁছে যায়। কারণ, এই মাধ্যমে প্রচারিত খবর ভারতে খুবই গ্রহণযোগ্য।
নোট বাতিলের পর যখন নতুন দু হাজারের নোট বাজারে এল, তখন আরেকটি গুজব রটে, যে দু হাজারের নোটে জিপিএস চিপ লাগানো আছে। এর সাহায্যে কালো টাকার সন্ধান পাওয়া যাবে বলা হয়। এই নোট বাতিলের বাজারে, ভুল খবরের হিরিক পড়েছিল। বলা হচ্ছিল আরবিআই নতুন ২০০০ ও ৫০০ টাকা প্রিন্ট করতে রেডিও অ্যাক্টিভ কালি ব্যবহার করছে।
গুজব রটে নোট বাতিলের সময় বাজারে আসা নতুন দু হাজারের নোটকে ইউনেস্কো সেরার শিরোপা দিয়েছে
জুন ২০১৬-এ ওয়াটসঅ্যাপে খবর ছড়ায় ইউএন কালচারাল এজেন্সি নরেন্দ্র মোদীকে সেরা প্রধানমন্ত্রীর সম্মান দিয়েছে।
আরেকটি জনপ্রিয় গুজব হল, ইউনেস্কো ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মনকে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীতের শিরোপা দিয়েছে
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারী জয়ললিতার মৃত্যুর পর ওয়াটসঅ্যাপে একটি মহিলার ছবি ঘুরছিল। সেখানে বলা হচ্ছিল, ওই মহিলা জয়ললিতার সন্তান, যিনি এইমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।
বিবিসি ইন্ডিয়া-র প্রাক্তন ব্যুরো প্রধান মার্ক তুলি একবার বলেছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সরকার ছিল বট গাছে মতো। যাঁদের ছত্রছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল ভারতের সমস্ত আমজনতা এবং সংগঠন। সেখানে এও বলা হয়, বট গাছের তলায় কিছুরই বৃদ্ধি হয় না।
মাঝেমধ্যে বলা হচ্ছিল ওয়াটসঅ্যাপ থেকে মহিলারা যেন তাঁদের প্রোফাইল ছবি সরিয়ে নেন, কারণ আইএস জঙ্গি গোষ্ঠী এর অপব্যবহার করছে।
এই ভুল খবর এমন ভাবেই প্রচার করা হয়েছে যে অবশেষে ইউনেস্কো এবং আরবিআইয়ের মতো সংস্থাকে মাঠে নামতে হয় পরিস্থিতি সামলাতে। এমনকি ফেসবুক ও গুগলও বসে এই সমস্যা সমাধানের পথ খোঁজে।
নোট বাতিলের মাস খানেক আগে হঠাত্ সংবাদ মাধ্যমে প্রচার করা হয় আরবিআই জানিয়েছে বাজারে চলতি দশ টাকার সমস্ত কয়েন জাল। এরপর কেউ আর লেনদেন-এর ক্ষেত্রে দশ টাকার কয়েন ব্যবহার করছিল না। পরে পরিস্থিতির পরিবর্তন হয়।
ওয়াটসঅ্যাপে সম্প্রতি একটি খবর ছড়ায় যেখানে বলা হয় বাজারে নুনের আমদানির ঘাটতি রয়েছে। এরফলে রাতারাতি বেড়ে যায় নুনের দাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -