'ভিলেজ অফ ট্যুইন্স': কেরলের এই গ্রামে বেশি হারে জন্ম হয় যমজ শিশুর, অবাক ডাক্তাররা
২০০৮-এ গ্রামের লোকেরা জানিয়েছেন, যমজ সন্তান জন্ম হওয়ার এই ঘটনা তিন প্রজন্ম আগে শুরু হয়। চিকিত্সকরা বৈজ্ঞানিকভাবে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন। কিন্তু সেই চেষ্টায় এর কারণ জানা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮-এ ৩০০ প্রসব হয়। যার মধ্যে ১৫ টি যমজ শিশুর জন্ম হয়। এর আগের পাঁচ বছরে ৬০ যমজ সন্তানের জন্ম হয়েছে। প্রতি বছর গ্রামে যমজ শিশুর সংখ্যা বেড়েছে।
২০০৮-র পরিসংখ্যান অনুযায়ী, এই গ্রামে পরিবারের সংখ্যা ২০০০। চিকিত্সকরা এই রহস্যের সমাধানের সমাধানের চেষ্টা করেছেন। তাঁরা জানার চেষ্টা করেছেন, কেন এখানে এত সংখ্যায় যমজ শিশুর জন্ম হয়। কিন্তু রহস্যের সমাধান হয়নি।
কোন্ডিহি ভারতের কেরলের মলপ্পুরম জেলার একটি গ্রাম। তিরুঙ্গডি শহরের সংলগ্ন এই গ্রামে গত ৬৫ বছরে সরকারি হিসেবে ২৫০ যমজ শিশুর জন্ম হয়েছে। চিকিত্সকরা মনে করেন, ওই গ্রামে এর থেকে বেশি যমজ শিশুর জন্ম হয়েছে।
আরও আশ্চর্যের ব্যাপার হল, গ্রাম ছেড়ে বাইরে গিয়েছেন, এমন অনেক ব্যক্তিরও যমজ সন্তানই হয়েছে।
দেশের ওই গ্রাম ভিলেজ অফ টুইন্স বা টুইন টাউন নামেও পরিচিত। এই নামকরণের কারণ হল এটি এমন একটি গ্রাম যেখানে সবচেয়ে বেশি যমজ শিশুর জন্ম হয়।
সারা বিশ্বে এমন অনেক অদ্ভূত ঘটনা ঘটে, যার ব্যাখ্যা পাওয়া যায় না। এমনই একটা ঘটনা ভারতেরই একটি গ্রামের। সব ছবি-গেটি ইমেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -