জেনে নিন ভাইরাল ফিভারের কী কী লক্ষণ
এই হল ভাইরাল ফিভারের বিশেষ কিছু লক্ষণ। সাবধান হলে এর থেকে বাঁচতে পারেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোখে অস্বস্তি- অনেক সময় ভাইরাল ফিভার হলে চোখ জ্বালা করতে থাকে। চোখ লালও হয়ে যায়।
র্যাশ- ভাইরাল ফিভারে কিন্তু গায়ে র্যাশ বার হতেই পারে।
মাথার যন্ত্রণা- জ্বর, গায়ে ব্যথা, সর্দি কাশি, সঙ্গে মাথার যন্ত্রণা ভাইরাল ফিভারের লক্ষণ। অবহেলা করবেন না। দ্রুত ডাক্তার দেখান।
কাশি- ভাইরাল ফিভারের সবথেকে বড় লক্ষণ টানা কাশি। জ্বর, ক্লান্তির সঙ্গে কাশি থাকলে নিশ্চিত হয়ে যেতে পারেন, ভাইরাল ফিভার হয়েছে। এ সময় সঙ্গে অবশ্যই রুমাল রাখুন, হাঁচি বা কাশির সময় ব্যবহার করুন। নইলে সংক্রমণ ছড়াতে পারে।
শরীরের তাপমাত্রা বাড়তে থাকা- যদি তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে, তবে সাবধান হোন। জ্বর বেড়ে ১০৪ ডিগ্রির বেশি হয়ে গেলে বিপদ হতে পারে।
শরীরে ব্যথা- জ্বর, ক্লান্তির পাশাপাশি মাসল পেন। ভাইরাল ফিভারের অন্যতম লক্ষণ।
অকারণে প্রচণ্ড ক্লান্ত লাগা- ভাইরাল ফিভারের বড় লক্ষণ। যদি ক্লান্তিতে আপনার শরীর ভেঙে আসে, পাশাপাশি জ্বরও থাকে, তাহলে জানবেন, সম্ভবত আপনার ভাইরাল ফিভার হয়েছে।
ক্যানসার, এইডসের মত বড় বড় রোগ নিয়ে আমাদের যতটা চিন্তা, তার একভাগও আমরা ভাবনাচিন্তা করি না মরসুমি রোগ নিয়ে। বিশেষ করে বর্ষাকালে ভিজে হওয়া জ্বর সম্পর্কে আমাদের জ্ঞান খুব বেশি নেই। কিন্তু এ ধরনের রোগে প্রাণের আশঙ্কা আগে তেমন না থাকলেও সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, কয়েকজন প্রাণ হারিয়েছেন এই অসুখে। তা ছাড়া এতে দুর্বলও হয়ে পড়তে হয় রীতিমত। চলুন, জেনে নিই ভাইরাল ফিভারের নানা লক্ষণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -