কবাডি বিশ্বকাপে ভারতের জয় নিয়ে সহবাগের ট্যুইটে বিদ্ধ ব্রিটিশ সাংবাদিকের হাস্যকর সাফাই
মর্গ্যান বলেন, আমরা ডার্ট ও কার্লিং আবিষ্কার করেছি। কিন্তু এই দুটো খেলায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিয়ে অহঙ্কার করব না
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমর্গ্যানের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, তিনি ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি হজম করতে পারছেন না। তিনি কবাডিকে খেলা বলে মানতে না চাইলেও, তাঁর দেশও বিশ্বকাপে যোগ দিয়েছিল। যদিও হেরে গিয়েছে। সেটাই মর্গ্যানের মনে আরও জ্বালা ধরাচ্ছে
শনিবার ভারত কবাডি বিশ্বকাপ জেতার পর সহবাগ ট্যুইট করে বলেন, ভারত কবাডি আবিষ্কার করেছে এবং সব বিশ্বকাপ জিতেছে। অথচ যে দেশটা ক্রিকেট আবিষ্কার করেছে তারা এখনও ছাপার ভুল শুধরে যাচ্ছে
সহবাগ মর্গ্যানের নাম করেননি। তবে তাঁর নিশানায় যে এই ব্রিটিশ সাংবাদিকই ছিলেন সেটা স্পষ্ট
রিও অলিম্পিকের সময় থেকেই সহবাগের সঙ্গে মর্গ্যানের কথার লড়াই চলছে। ভারতের মাত্র দুটি পদক জেতা নিয়ে কটাক্ষ করেছিলেন মর্গ্যান। তার পাল্টা জবাব দেন সহবাগ
মর্গ্যান নিজেও বুঝতে পারেন, তাঁকেই কটাক্ষ করেছেন সহবাগ। সেই কারণেই জবাব দেন তিনি
ট্যুইটারে ফের ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে বীরেন্দ্র সহবাগের লড়াই শুরু হয়েছে। সহবাগ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইংরেজদের কটাক্ষ করছেন এবং তাঁকে পাল্টা জবাব দিতে গিয়ে আজব যুক্তির অবতারণা করছেন মর্গ্যান
এরপর একধাপ এগিয়ে মর্গ্যান বলে বসেন, কবাডি কোনও খেলাই নয়। এটা পরিণত বয়সের পুরুষদের ছোটা এবং একে অপরকে চড় মারার প্রক্রিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -