দেখুন, মহারাষ্ট্রের একটি শৈলশহর যেখানে গাড়ি প্রবেশ নিষিদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2016 08:07 PM (IST)
1
দৈনন্দিন জীবনের ঝঞ্ঝাট থেকে কয়েকদিনের জন্য শান্তি চাইলে মাথেরানে যাওয়া যায়। এত শান্ত জায়গা খুব কমই আছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ভারতে এমন একটি শৈলশহর আছে, যেখানে সবরকম গাড়ি প্রবেশ নিষিদ্ধ। এই ছোট্ট অঞ্চলের নাম মাথেরান। এটি মহারাষ্ট্রে অবস্থিত
3
‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র একটি অন্যতম আকর্ষণ মাথেরান
4
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাথেরান। যেদিকেই তাকানো যায়, চোখে পড়ে অফুরন্ত সবুজ। সঙ্গে পাহাড়ের সৌন্দর্য তো আছেই
5
গোটা এশিয়া মহাদেশে একমাত্র মাথেরান শৈলশহরেই সবরকম গাড়ি চলাচল নিষিদ্ধ
6
মুম্বই থেকে ১১০ কিলোমিটার দূরে রায়গড় জেলায় অবস্থিত মাথেরান। অসাধারণ এই জায়গাটি ভারতের সবচেয়ে ছোট শৈলশহর হিসেবে পরিচিত
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -