দেখুন, আইপিএল-এর আগে সমস্যায় কেকেআর, গুজরাত লায়ন্স
জাডেজা ও উমেশ যাতে পুরোপুরি ফিট হয়ে ওঠেন এবং চোট না বেড়ে যায়, সেই কারণেই তাঁদের দু সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে বিসিসিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেকেআর ও গুজরাত লায়ন্সের সমস্যা হলেও, আইপিএল-এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ভাল খবর। অধিনায়ক রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যকে ফিট ঘোষণা করা হয়েছে। ফলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন তাঁরা
১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন উমেশ ও জাডেজা। সেই কারণেই তাঁদের বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই
গুজরাত লায়ন্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাডেজাকে আগামী দু সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআই-এর রিপোর্টে। শুরুর দিকের ম্যাচগুলিতে জাডেজাকে না পেলে সমস্যায় পড়তে পারে গুজরাতের দলটি
বিসিসিআই-এর এই রিপোর্টে বলা হয়েছে, কেকেআর-এর পেসার উমেশ যাদব এখন পুরোপুরি ফিট নন। খেলার মতো অবস্থায় আসতে তাঁর কিছুটা সময় লাগবে। তাই আইপিএল-এর শুরুর দিকের ম্যাচগুলিতে তাঁকে হয়তো খেলতে দেখা যাবে না
আসন্ন আইপিএল-এর আগে আজ ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট দেখে চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত লায়ন্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -