দেখুন, ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক যান। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না, খোদ বাংলাতেই রয়েছে অবিকল এমনই একটি জায়গা
দেখুন গনগনির আরও ছবি
গনগনির কাছেই বেশ কয়েকটি প্রাচীন মন্দির আছে। সেগুলিও ঘুরে দেখা যেতে পারে
গনগনির কাছেই থাকার জন্য বন বিভাগের বাংলো আছে। বুক করতে হয় মেদিনীপুর ডিএফও থেকে। কয়েকটি বেসরকারি হোটেলও আছে
শীতকালে বহু মানুষ বনভোজনের জন্য গনগনিতে যান। অন্য সময় সেভাবে পর্যটকদের দেখা পাওয়া যায় না
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনিকে অনায়াসেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা যায়। শীলাবতী নদীর পাশে অবস্থিত এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য কোনও অংশেই কম নয়
গড়বেতা স্টেশন থেকে গাড়িতে মিনিট দশেকের রাস্তা গনগনি। গাড়ি রিজার্ভ করলে সরাসরি যাওয়া যায়, না হলে গড়বেতা কলেজের কাছে নেমে হেঁটে যেতে হয়
গড়বেতা স্টেশনের অদূরে গনগনি। সপ্তাহান্তে ভ্রমণের আদর্শ জায়গা। নির্জন প্রান্তরে যাঁরা সময় কাটাতে ভালবাসেন, তাঁরা ঘুরে আসতেই পারেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -