যে প্রধান কারণগুলোর জন্য বিশ্বে দ্রত ছড়িয়ে পড়ছে ক্যান্সার দেখব একনজরে
মাটি ও বিল্ডিং মেটিরিয়াল থেকে রেডন গ্যাসের রেডিয়েশন লাং ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। ৩ থেকে ১৪ শতাংশ ফুসফুসের ক্যান্সার এই কারণে হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রসেসড ফুড যেমন রেড মিট, পোড়া মাংস, আজিনোমোতো, সুগার ফ্রি বা কার্বোনেটেড পানীয় খাওয়ার কারণেও বাড়ছে ক্যান্সারের মতো রোগের প্রকোপ।
পরিবেশ দূষণের ফলেও মানুষের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
মুখ ও অরোফ্যারিংক্স ক্যান্সারের ২২ শতাংশের কারণ অতিরিক্ত মদ্যপান
অতিরিক্ত আলস্য ও শরীরচর্চার অভাবে ওজন বে়ড়ে যাওয়ায় ওবেসিটির সমস্যা দেখা দেয়। কিন্তু এরফলে যে ক্যান্সারের মতো অসুখও শরীরে বাসা বাঁধতে পারে সেটা জানেন কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইসোফেগাস, কোলোরেকটাম, ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াম, কিডনি ক্যান্সারের অন্যতম কারণ শরীরে অতিরিক্ত মেদ।
ক্যান্সার যে যে কারণে মূলত হয় তারমধ্যে অন্যতম হল ধূমপান ও তামাকের ব্যবহার। প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ২২ শতাংশই হয় ধূমপান ও তামাক সেবনের কারণে।
সম্প্রতি পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস। ২০০৮ সাল থেকে ৪ ফেব্রুয়ারি দিনটা ক্যান্সার ডে হিসেবে পালিত করে আসছে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল। উদ্দেশ্য, ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তুলে ২০২০ সালের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার কমানো।
বিভিন্ন পেশার কারণে অনেককেই নিয়মিত এমন সব পদার্থের সংস্পর্শে আসতে হয় যার মধ্যে অনেক পদার্থই কার্সিনোজেনিক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন এই সব পদার্থের সংস্পর্শে থাকতে থাকতে বাড়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -