ধোনি, সাক্ষীর প্রশংসা পাক অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী-র
টি-২০ বিশ্বকাপ খেলতে এদেশে পা রেখে ভারতে বেশি ভালবাসা পান বলে বিতর্কে জড়িয়েছিলেন আফ্রিদি। তাঁরই অধিনায়কত্বের মুকুট এখন সরফরাজের মাথায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধোনিকে জীবন্ত কিংবদন্তী (লিভিং লেজেন্ড) বলেছেন সৈয়দা। ধোনি ভারতকে অনেক সম্মান এনে দিয়েছেন, ধোনি খুবই জনপ্রিয়, এও বলেছেন। ধোনির পাশাপাশি সাক্ষী সম্পর্কেও প্রশংসার সুর তাঁর গলায়।
না, ভারত-পাক ক্রিকেট যুদ্ধের গনগনে প্রতিদ্বন্দ্বিতার আঁচ-মাখানো কোনও বিতর্কিত মন্তব্য করেননি তিনি ধোনি, সাক্ষী সম্পর্কে। বরং তাঁদের ভূয়সী প্রশংসাই করেছেন।
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনিকে নিয়ে সৈয়দার সাম্প্রতিক মন্তব্য ঘিরে চর্চা চলছে।
সরফরাজ আহমেদের স্ত্রী ইনি। পাকিস্তানের টি-২০ দলের অধিনায়কের স্ত্রী সৈয়দা খুশবখত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -