পোষা কুকুর চাটার ফলে ছড়াল সংক্রমণ, বাদ দিতে হল এই ব্যক্তির দুই পা!
২০০৩ সালে ফ্রান্সে হওয়া একটি গবেষণা অনুযায়ী, এই ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ করা যায়। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
পোষা কুকুর, বিড়াল যদি কোনও ব্যক্তির শরীরের কোনও অংশ চাটে বা কামড়ায়, তাহলে তো সংক্রমণ ছড়ায়ই, এমনকী শুধু পাশাপাশি বসে থাকলেও সহজেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে ব্যাকটেরিয়া। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
জাপানে ২০১৪ সালে হওয়া একটি গবেষণায় জানা গিয়েছে, ৬৯ শতাংশ স্বাস্থ্যবান কুকুর ও ৫৪ শতাংশ বিড়ালের মুখের লালায় এই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
কৃত্রিম পা লাগানোর পর এখন গ্রেগ হাঁটাচলা করতে পারছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
গ্রেগের দুই পা বাদ দেওয়া ছাড়াও নাকের প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। ছবি সৌজন্যে গফন্ডমি
মানুষের শরীরে এই ধরনের সংক্রমণ হলে কোনও চিকিৎসা করা সম্ভব নয়। যে অংশে সংক্রমণ ছড়ায়, সেটি বাদ দেওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকে না। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
গ্রেগের রক্তে যে সংক্রমণ ছড়িয়েছে, তার কারণ ব্যাকটেরিয়া, যা কুকুর বা বিড়ালের মাধ্যমে ছড়ায়। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
গত মাসে গ্রেগের ফ্লু হয়। এরপরেই শারীরিক পরীক্ষায় জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ছড়িয়েছে। ছবি সৌজন্যে গফন্ডমি
মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যক্তির নাম গ্রেগ ম্যানটিউফেল। ছবি সৌজন্যে ফেসবুক
সম্প্রতি এমনই একটি ঘটনা দেখা গিয়েছে। বাড়িতে পোষা কুকুরের চাটার ফলে সংক্রমণ হওয়ায় এক ব্যক্তির দুই পা কেটে বাদ দিতে হয়েছে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
বাড়িতে অনেকেই কুকুর, বিড়াল পোষেন। সাবধান! এই প্রাণীগুলির মাধ্যমেও ছড়াতে পারে সংক্রমণ। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ