Xiaomi নিয়ে এল ৮ দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি ক্ষমতার স্মার্টফোন রেডমি 5A, দাম ৪,৯৯৯ টাকা
এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ব্যাটারি। এই ব্যাটারি আটদিন স্ট্যান্ডবাই মেয়াদ রয়েছে। এই ব্যাটারিতে ৭ ঘন্টা ভিডিও চালানো এবং ৬ ঘন্টা গেম খেলা যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্মার্টফোনে রয়েছে ৬৪ বিট কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রোসেসর। ডুয়েল সিমের এই ফোনটিতে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
কোম্পানির এটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। রেডমি 5A-তে দেওয়া হয়েচে ৫ ইঞ্চি স্ক্রিন। রেজোলিউশন ফুল এইচডি ৭২০ পিক্সেল।
Xiaomi ভারতের বাজারে নিয়ে এল ‘দেশ কা স্মার্টফোন’ রেডমি 5A। এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট। একটিতে ২ জিবি র্যা ম ও ১৬ জিবি মেমোরি। অন্যটিতে ৩ জিবি র্যা ম ও ৩২ জিবি মেমোরি। প্রথম ভ্যারিয়েন্টটির দাম ৪,৯৯৯ টাকা। অন্যটির দাম ৬,৯৯৯ টাকা। আগামী ৭ ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -