জায়রা লিঙ্গ বৈষম্যের শিকার, আমির, সলমন, শাহরুখকে এভাবে কেউ আক্রমণ করতে পারবে:গম্ভীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজায়রা ওয়াসিম মূলত ‘দঙ্গল’-এ গীতা ফোগটের চরিত্রে অভিনয় করেছেন। গীতা ফোগট হলেন প্রথম মহিলা কুস্তিগীর যিনি কমনওয়েলথ গেমস-এ সোনা জিতে ছিলেন।
জায়রা ‘দঙ্গল’-এ অভিনয় করার এবং মেহবুবার সঙ্গে দেখা করায়, তাঁকে মুসলিম বিরোধীও বলেছে বিচ্ছিন্নতাবাদী নেতারা। এটা কার্যত নগ্ন ভাবে কারও বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা, মন্তব্য গম্ভীরের।
এটাই ভালভাবে নেননি গৌতম। তাঁর দাবি, জায়রা লিঙ্গ বৈষম্যের শিকার এবং তাঁর সমালোচকরা আসলে ভীত।
শুধু তাই নয় জায়রাকে মেহবুবার সঙ্গে দেখা করার জন্য ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে। এছাড়া ফেসবুক থেকে দেখা করার পোস্টও মুছে দিতে হয়েছে।
সেখানে তাঁর পরবর্তী পোস্টে জায়রা লিখেছেন, ‘আমি মাত্র ষোলো বছরের এক কিশোরী। আমার সঙ্গে প্লিজ সেভাবেই ব্যবহার করুন। তিনি দঙ্গল-এ তাঁর কাজ করার জন্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন, এবং বলেছেন তিনি এই কাজ করে মোটেই গর্বিত নন’। মেহবুবার সঙ্গে দেখা করায় যাঁদের আঘাত করেছেন, তাঁদের কাছেও ক্ষমা চেয়েছেন জায়রা।
গৌতম গম্ভীর মারাত্মক চটেছেন, এবং সেটা অবশ্যই কোনও মাঠের ভিতরের ঘটনার কারণে নয়। তিনি বিরক্ত কারণ, যেভাবে ষোলো বছরের কিশোরীকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার জন্যে ফেসবুকে ট্রোল করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -