আজ ১৯ ডিসেম্বর, শুক্রবার এই দিন কোন রাশির জাতক-জাতিকাদের কপালে কী আছে? এক ঝলকে দেখে নিন। মেষ রাশি - সাবধানে কথা বলুন। বৃষ রাশি - সন্তানের বাধা দূর হবে। মিথুন রাশি - স্বাস্থ্যের উন্নতি হবে। কর্কট রাশি - চেষ্টায় সাফল্য পাবেন। সিংহ রাশি - ধার শোধ করতে সাফল্য। কন্যা রাশি - স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। তুলা রাশি - নতুন কাজের সম্ভাবনা। বৃশ্চিক রাশি - গাড়ি কেনার সম্ভাবনা। ধনু রাশি - ব্যবসায় ভাল দিন । মকর রাশি - মানসিক চাপ থাকবে। কুম্ভ রাশি - শুভ সংবাদ আসতে পারে। মীন রাশি - পরিবারে খুশির খবর আসবে।