আজ ২০ ডিসেম্বর, শনিবার এই দিন কোন রাশির জাতক-জাতিকাদের কপালে কী আছে? এক ঝলকে দেখে নিন। মেষ- আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। বৃষ- সামাজিক প্রতিপত্তি বাড়তে পারে। মিথুন- পরিবারে সম্পর্ক খারাপ হতে পারে। কর্কট-তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়। সিংহ-কঠোর পরিশ্রম প্রয়োজন। কন্যা-আর্থিক বিষয়ে ঝুঁকি এড়ান। তুলা- কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বৃশ্চিক- সম্পর্ক মজবুত হবে। ধনু- আপনার সম্মান বাড়তে পারে। মকর- পারিবারিক জীবন সুখের হবে। কুম্ভ- চোখের সমস্যায় সাবধান। মীন- পৈতৃক সম্পত্তি থেকে লাভ।