আজ ২২ ডিসেম্বর, সোমরবার এই দিন কোন রাশির জাতক-জাতিকাদের কপালে কী আছে? এক ঝলকে দেখে নিন। মেষ রাশি : সমস্যা থেকে মুক্তি মিলবে। বৃষ রাশি : মানসিক চাপ বাড়বে। মিথুন রাশি : ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কর্কট রাশি : ধর্মীয় ভ্রমণের যোগ । সিংহ রাশি : চাকরিতে সাফল্য। কন্যা রাশি : কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। তুলা রাশি : সম্পর্কে সংঘাতের আশঙ্কা। বৃশ্চিক রাশি : ব্যবসায় লাভ হবে। ধনু রাশি : পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। মকর রাশি : আর্থিক চাপ বাড়বে। কুম্ভ রাশি : বিনিয়োগে যাবেন না। মীন রাশি : ভ্রমণের যোগ রয়েছে।