আজ ২৪ ডিসেম্বর, বুধবার এই দিন কোন রাশির জাতক-জাতিকাদের কপালে কী আছে? এক ঝলকে দেখে নিন। মেষ রাশি - উদ্যমী বোধ করবেন। বৃষ রাশি - লক্ষ্য অর্জন করতে সক্ষম। মিথুন রাশি - নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা। কর্কট রাশি - সতর্ক থাকতে হবে। সিংহ রাশি- অহংকারী হবেন না। কন্যা রাশি - সমালোচনামূলক হবেন না। তুলা রাশি - হতাশ বোধ হতে পারে। বৃশ্চিক রাশি - ইচ্ছেপূরণ হবে এবার। ধনু রাশি - সাহসী বোধ করবেন। মকর রাশি - বাস্তববাদী বোধ করবেন। কুম্ভ রাশি - বিচ্ছিন্ন হবেন না। মীন রাশি - সমর্থন দিতে সক্ষম হবেন।