মেষ: বেতন বৃদ্ধির সম্ভাবনা। বৃষ: ভাল করে ভেবে সম্পর্কে পা বাড়ান। মিথুন: পরিকল্পনা ছাড়া কাজ নয়। কর্কট: মাথার ব্যথা ভোগাবে। সিংহ: ব্যবসায় হঠাৎ লাভের সম্ভাবনা। কন্যা: অ্যালার্জির সমস্যায় ভুগবেন। তুলা: অলসতার কারণে ক্ষতি। বৃশ্চিক: দীর্ঘদিনের দাম্পত্যকলহের ইতি। ধনু: শ্বশুরবাড়ির তরফে সুখবর। মকর: কঠোর পরিশ্রমেই উন্নতি । কুম্ভ: অতীতের কোনও সমস্যা আরও বাড়বে। মীন: অফিসে বড় দায়িত্ব নিতে হবে।